আলহামদুলিল্লাহ
বায়তুল মাকদিস ফাউন্ডেশন ও ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে পাঁচদিনের ‘রোড টু বায়তুল মাকদিস’ ক্যাম্প শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে “আল মাকদিসী” উপাধি প্রদানপূর্বক ‘সনদ প্রদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কোর্সের তত্ত্বাবধায়ক ও শিক্ষক প্রখ্যাত চিন্তাবিদ, আন্তর্জাতিক সম্পর্ক ও সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ প্রফেসর ডঃ আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসির উপস্থিতিতে উক্ত আয়োজন সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে ক্যাম্প বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপক– জনাব আকিব আহমেদের স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর সম্মানিত অতিথি শিক্ষক প্রফেসর ড. আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সকল শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন, একইসাথে ইন্সটিটিউটের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন।।
পরিশেষে ইন্সটিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।।